ঢাকা, ১৯ মে, ২০২৪

ফেলে আসা দিনের কথা মনে পড়ে

Publish : 09:45 AM, 27 March 2024.
ফেলে আসা দিনের কথা মনে পড়ে

ফেরদৌস ওয়াহিদ

বিনোদন ডেস্ক :

ফেলে আসা দিনের কথা খুব মনে পড়ে। মনে পড়ে শিশুকাল ও যৌবনের সেই দিনগুলোর কথা। প্রথম ছোঁয়ার স্মৃতি আজও চোখে ভাসে। বিশেষ এই দিনে কথাগুলো বলছিলেন পপস্টার ফেরদৌস ওয়াহিদ। আজ তার জন্মদিন। তিনি আরও বলেন, জন্মদিন মানে আবেগের একটি মুহূর্ত। সত্তর বয়সের পর এসে মনে হয়, দীর্ঘ সংগীত জীবনের কত স্মৃতি, কত রঙিন অনুভূতির কথা। বিবাহিত জীবন, বাবা হওয়া এই বয়সে এসে পেছনের সব স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়ায়। এই দিনে জন্ম নিয়েছি। ভালো লাগে। জীবনের সব স্তর চোখে ভাসে।

জন্মদিন ঘিরে এসব কথাই বলছিলেন ফেরদৌস ওয়াহিদ। আজকের দিনের ব্যস্ততার কথা জিজ্ঞেস করতেই তিনি বলেন, দুপুর ১২টা ৩০ মিনিটে সরাসরি অনুষ্ঠান চ্যানেল আইয়ের তারকাকথনে থাকব। এ ছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় সময় কাটাব।

কিংবদন্তি এই শিল্পী ১৯৫৩ সালে বাবা ওয়াহিদ উদ্দিন আহমেদ ও মা উম্মে হাবিবা নূরজাহানের ঘর আলোকিত করে মুন্সীগঞ্জের বিক্রমপুরের দক্ষিণ পাইকশাতে জন্মগ্রহণ করেন। ফেরদৌস ওয়াহিদ ১৯৭৩ সালে ঢাকা রেকর্ডিং কোম্পানি থেকে নিজের কথা, সুর ও কণ্ঠে প্রথম রেকর্ডকৃত গান ‘চাঁদ জাগে তারা জাগে’ প্রকাশ করেন। প্রথম প্লে-ব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। ‘আমার পৃথিবী তুমি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিনের সঙ্গে।

চলচ্চিত্রে তার জনপ্রিয় গান ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘আমার প্রেমের তরী’, ‘তার পরে কি হবে কি হবে আর ভেবে রে’ প্রভৃতি। পাঁচ দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ‘এমন একটা মা দেনা’, ‘আগে যদি জানিতাম’, ‘মামুনিয়া’, ‘সব আগুন যায় নেভানো’, ‘রাখি লক্ষ্মীসোনা রাখি’ প্রমুখ গানের মাধ্যমে শ্রোতা হৃদয়ে বেঁচে থাকবেন পপস্টার ফেরদৌস ওয়াহিদ।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি,
আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

সম্পাদক
রানা জয়

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১
Email: news@sobarkotha.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩
Email: ads@sobarkotha.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ফেসবুকে পোষ্ট দিয়ে যুবকের আত্নহত্যা শিরোনাম মেহেরপুরের মুজিনগরে সাড়ে ৮ বিঘা জমির ফসল কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা শিরোনাম দেবহাটায় কন্যা শিশু ধর্ষণের চেষ্টায় মামলা, গ্রেফতার আসামী শিরোনাম পাহাড়পুর আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপন শিরোনাম নওগাঁ'য় ৭২ বছর বয়সী বৃদ্ধের ঝুলন্ত মরাদেহ উদ্ধার শিরোনাম বদলগাছী উপজেলায় নব নির্বাচিতদের সাংবাদিক- সংবর্ধনা