ঢাকা, ১৯ মে, ২০২৪

হঠাৎ বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি

Publish : 01:03 AM, 13 May 2024.
হঠাৎ বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি

হঠাৎ বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীতে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। আজ বৃহস্পতিবার (২ মে) রাত ৯ টার দিকে রাজধানীর শনির আখড়া, সূত্রাপুর, পোস্তগোলা ও তার আশপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হয় পাশের জেলা নারায়ণগঞ্জেও। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি নেমে আসে। 

 

মে মাসেও তাপপ্রবাহের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। যদিও তাপপ্রবাহের পাশাপাশি বজ্র ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র কালবৈশাখীর পূর্বাভাস দেয় তারা। সেখানে ঘূর্ণিঝড়েরও আশঙ্কা করা হয়। আজ বৃহস্পতিবার (২ মে) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও চেয়ারম্যান মো. আজিজুর রহমান স্বাক্ষরিত একমাস মেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, মে মাস জুড়ে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে, এ মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

 

আর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট জারি করে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এর আগে রোববার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও ৭২ ঘণ্টা বাড়ান হয়।

 

শনিরা আখড়ায় বসবাস করেন গৃহিনী তাসনিয়া ফেরদৌস। বৃষ্টিতে সামান্য হলেও স্বস্তি নেমেছে বলে জানান তিনি। এনটিভি অনলাইনকে বলেন, ‘অনুভূতিটা অন্যরকম। যদি বৃষ্টি দীর্ঘস্থায়ী হয়, তবে গরম কমবে।’ 

 

সূত্রাপুর থেকে শিক্ষার্থী পূর্ণিমা রাউৎ এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেক দিন পর হঠাৎ বৃষ্টিতে যে অনুভূতি, তা বোঝানো কঠিন। আমি এখন ভিজব। পরে কথা হবে।’

 

পোস্তগোলা এলাকার রোকসানা খাতুন নামে শিক্ষার্থী জানান, অভূতপূর্ব। যা চাচ্ছিলাম, ঠিক তাই। কলিজা ঠান্ডা হয়ে গেল।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Follow Us

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি,
আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

সম্পাদক
রানা জয়

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১
Email: news@sobarkotha.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩
Email: ads@sobarkotha.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ফেসবুকে পোষ্ট দিয়ে যুবকের আত্নহত্যা শিরোনাম মেহেরপুরের মুজিনগরে সাড়ে ৮ বিঘা জমির ফসল কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা শিরোনাম দেবহাটায় কন্যা শিশু ধর্ষণের চেষ্টায় মামলা, গ্রেফতার আসামী শিরোনাম পাহাড়পুর আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপন শিরোনাম নওগাঁ'য় ৭২ বছর বয়সী বৃদ্ধের ঝুলন্ত মরাদেহ উদ্ধার শিরোনাম বদলগাছী উপজেলায় নব নির্বাচিতদের সাংবাদিক- সংবর্ধনা