ঢাকা, ১৯ মে, ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বৈদ্যুতিক সক সারকেটে থেকে সৃষ্ট আগুনে পুরলো ৮টি বসত বাড়ি

Publish : 09:17 AM, 09 May 2024.
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বৈদ্যুতিক সক সারকেটে থেকে সৃষ্ট আগুনে পুরলো ৮টি বসত বাড়ি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বৈদ্যুতিক সক সারকেটে থেকে সৃষ্ট আগুনে পুরলো ৮টি বসত বাড়ি

চুয়াডাঙ্গা, প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হুদাপাড়ায় বসতবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় ৮টি দরিদ্র পরিবারের সকল জিনিসপত্র ও নগদ অর্থ আগুনে পুরে গেছে। প্রাথমিক ভাবে জানা গেছে এ অগ্নিকাণ্ডে  ৮ টি পরিবারের প্রায় ২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

শুক্রবার (৩ মে) দুপুর ১২টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন সাইফুল ইসলাম (৫০), প্রবাসী শাহীন (২৩), হযরত (৩৫), মিজানুর রহমান (৫২), নাজমুল হুদা (৩০), প্রবাসী মেহের (৪০), হাসান (৩০) ও সাইফুল (৩০)।

প্রত্যক্ষদর্শী ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক তারের গোলযোগের কারনে আগুনে লেগেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটে ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় দীর্ঘ ৩০ মিনিটে প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একজন প্রত্যক্ষদর্শীর বলেন আমি চিৎকার শুনে দোকান থেকে বাইরে আসি এসে দেখি একটা বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, নিমিষেই আটটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরবাড়ীর ও জিনিসপত্র পুড়ে যায়।

তাদের এখন রীতিমতো পথে বসার মতো অবস্থা। এদের মধ্যে কেউ কৃষক কেউ ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের পরনের কাপড় ছাড়া ঘরে কোন কিছু অবশিষ্ট নেই।উক্ত ঘটনার বণর্নায় চেয়ারম্যান সাহেব  আরো বলেন,এ ইউনিয়নে এত বড় অগ্নিকান্ডের ঘটনা আগে দেখা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করে তিনি নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ১৫ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি লবণ, ১কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল ও নগদ ১ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন বলে তিনি জানান।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Follow Us

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি,
আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

সম্পাদক
রানা জয়

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১
Email: news@sobarkotha.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩
Email: ads@sobarkotha.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম পঞ্চম বাংলাদেশি হিসেবে বাবর আলীর এভারেস্ট জয় শিরোনাম বরগুনায় বজ্রপাতে বাবার মৃত্যু, ছেলে আহত শিরোনাম রায়পুরায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবেল শিরোনাম ৬৫ দিনের চিন্তায় অন্ধকারাছন্ন জেলে পল্লী শিরোনাম তালতলীতে জমি নিয়ে বিরোধে নারীসহ পাঁচ জনকে কুপিয়ে জখম শিরোনাম আমতলীতে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ